বিস্তারিত বিষয়
বেহায়া মার্কিন নেতাদের সঙ্গে কোনো আলোচনা নয়-ইরানের সর্বোচ্চ নেতা
বেহায়া মার্কিন নেতাদের সঙ্গে কোনো আলোচনা নয়-ইরানের সর্বোচ্চ নেতা
[ভালুকা ডট কম : ২৯ আগস্ট]
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, নির্লজ্জ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তেহরান কোনো ধরণের আলোচনায় বসবে না। তিনি বলেন, বেহায়া মার্কিন নেতারা প্রকাশ্যে ইরানিদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। এ ধরণের ব্যক্তিদের সঙ্গে কোনো পর্যায়েই আলোচনা করা হবে না। আজ (বুধবার) প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে স্পষ্ট এ ঘোষণা দেন তিনি।
সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকার সব সরকারই ইরানের সঙ্গে আলোচনার কথা বলেছে। এটা তাদের জন্য প্রয়োজন। আমেরিকা সবাইকে এটা দেখাতে ও বলতে চায় যে, তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানকেও আলোচনায় বসাতে সক্ষম হয়েছে। এর আগেও যেমনটি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেছি, তাদের সঙ্গে কোনো ধরণের আলোচনা করা হবে না।
প্রেসিডেন্ট ও মন্ত্রীদের তিনি বলেন, ইউরোপের সঙ্গে সম্পর্ক ও আলোচনায় কোনো সমস্যা নেই। অবশ্যই তাদের সঙ্গে কাজ চালিয়ে যাবেন। তবে পরমাণু সমঝোতা ও অর্থনীতির মতো ইস্যুতে তাদের কাছ থেকে কোনো কিছুই আশা করা যায় না। তাদের কাছ থেকে কিছু আশা করবেন না। পরমাণু সমঝোতা ও নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপের অবস্থান ও আচরণের সমালোচনা করে সর্বোচ্চ নেতা বলেন, তাদের প্রতিশ্রুতিগুলোকে সন্দেহের চোখে দেখতে হবে এবং খুবই সতর্কতার সঙ্গে এগোতে হবে।
তিনি বলেন, পরমাণু সমঝোতা আমাদের মূল টার্গেট নয়, এটি জাতীয় স্বার্থ রক্ষার একটি মাধ্যম। স্বাভাবিকভাবেই পরমাণু সমঝোতা থেকে কোনো ফলাফল পাওয়া না গেলে এবং জাতীয় স্বার্থ নিশ্চিত না হলে আমরা আর সমঝোতা মানব না।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ইউরোপীয়দের উচিৎ ইরানি কর্মকর্তাদের কথা ও কাজকে ভালোভাবে উপলব্ধি করা। কারণ ইউরোপীয়দের পদক্ষেপের ভিত্তিতে ইসলামি ইরানও প্রতিক্রিয়া দেখাবে এবং সিদ্ধান্ত নেবে। তিনি এ সময় ইরানের অফুরন্ত অর্থনৈতিক সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী বিশ্বের যেসব দেশ এখনও তাদের সুযোগ ও সক্ষমতা ভালোভাবে কাজে লাগায় নি সেসব দেশের শীর্ষে রয়েছে ইরান।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
দেশের বাহিরে বিভাগের অন্যান্য সংবাদ
-
গাদ্দাফিকে হত্যায় ফ্রান্সের হাত থাকার ঘটনা ফাঁস [ প্রকাশকাল : ২২ অক্টোবর ২০১৯ ০১:০০ অপরাহ্ন]
-
ডংফেং-৪১ উন্মোচন করছে চীন,আমেরিকায় পৌঁছাবে ৩০ মিনিটে [ প্রকাশকাল : ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০৪:০৩ অপরাহ্ন]
-
লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা নগরী [ প্রকাশকাল : ০৯ আগস্ট ২০১৯ ০৫:৩০ অপরাহ্ন]
-
মৃতার প্রতিস্থাপিত গর্ভাশয়ে শিশুর জন্ম [ প্রকাশকাল : ০৫ ডিসেম্বর ২০১৮ ০৮:৩০ অপরাহ্ন]
-
রুগীর মস্তিষ্কে ১০ সে:মি: লম্বা ফিতাকৃমি [ প্রকাশকাল : ১৪ সেপ্টেম্বর ২০১৮ ০৮:০০ অপরাহ্ন]
-
আমেরিকার অন্যায় দাবি মেনে নেবে না তুরস্ক-এর্দোগান [ প্রকাশকাল : ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০৭:০৩ অপরাহ্ন]
-
ইমরান-পম্পেও বৈঠক,অচলাবস্থা নিরসনের দাবি [ প্রকাশকাল : ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০৭:০০ অপরাহ্ন]
-
বেহায়া মার্কিন নেতাদের সঙ্গে কোনো আলোচনা নয়-ইরানের সর্বোচ্চ নেতা [ প্রকাশকাল : ২৯ আগস্ট ২০১৮ ০৭:৪৪ অপরাহ্ন]
-
ইরাকে দায়েশের শীর্ষ কমান্ডার নিহত [ প্রকাশকাল : ২৬ আগস্ট ২০১৮ ০৮:৪০ অপরাহ্ন]
-
ট্রাম্পের অবৈধ সন্তান বিষয়ে তথ্য ফাঁস করার ঘোষণা নিরাপত্তারক্ষীর [ প্রকাশকাল : ২৫ আগস্ট ২০১৮ ০৮:০৭ অপরাহ্ন]
-
আমেরিকাকে রুখে দেয়ার আহ্বান জাতিসংঘ কর্মকর্তার [ প্রকাশকাল : ২৫ আগস্ট ২০১৮ ০৮:০০ অপরাহ্ন]
-
পাকিস্তানকে বন্ধু ভাবতে হবে আমেরিকাকে ইমরান খান [ প্রকাশকাল : ২৪ আগস্ট ২০১৮ ০২:০০ অপরাহ্ন]
-
আমিরাতি সেনাদের সদরদপ্তরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের হামলা [ প্রকাশকাল : ২৩ আগস্ট ২০১৮ ০৭:৫৭ অপরাহ্ন]
-
ঝাড়খণ্ডে কুরবানিকে কেন্দ্র করে জনতা-পুলিশ সংঘর্ষ [ প্রকাশকাল : ২৩ আগস্ট ২০১৮ ০৭:৪২ অপরাহ্ন]
-
চীন-মার্কিন বাণিজ্য আরও পণ্যের ওপর শুল্ক আরোপ [ প্রকাশকাল : ২৩ আগস্ট ২০১৮ ০৭:০২ অপরাহ্ন]